Khoborerchokh logo

পীরগঞ্জে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান, আট লক্ষ টাকা জরিমানা 230 0

Khoborerchokh logo

পীরগঞ্জে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান, আট লক্ষ টাকা জরিমানা

পীরগঞ্জ, রংপুর প্রতিনিধিঃ 
পীরগঞ্জে অবৈধ ইটভাটার অভিযান আট লক্ষ টাকায় জরিমানা পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রমসহ নানা অনিয়ম থাকার দায়ে রংপুরের পীরগঞ্জে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা  জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা'র নেতৃত্ব আজ মঙ্গলবার এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।রংপুরের সব উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন,পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে র‌্যাব-১৩,পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে।তিনি আরো জানান,নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা,পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে চারটি ইটভাটার মালিককে ৮ লাখ টাকা  প্রদান করা হয়।এ ছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধ ধ্বংস করা হয়। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com